অনুমতি ছাড়া রাস্তা কাটায় ওয়াসার বিরুদ্ধে ডিএনসিসির জিডি
ডিএনসিসি ও ঢাকা ওয়াসার লোগো
ঢাকা উত্তর সিটির রাস্তা বিনা অনুমতিতে খনন করায় ঢাকা ওয়াসার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
শনিবার (২৬ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানায় এ জিডি করেন ডিএনসিসি অঞ্চল-১ এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী সোলায়মান কবীর।
বিজ্ঞাপন
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, উত্তরার ওয়ার্ড নং ১ এর সেক্টর ৭, রোড ৯/বি, ১৩ ও ৩৪ ডিএনসিসির নতুন উন্নয়ন করা রাস্তায় ২৬ ডিসেম্বর ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বিনা অনুমতিতে খনন করে এবং ভূ-গর্ভস্থ পানির লাইন স্থাপন কাজ করা হচ্ছে।
ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়াসহ জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা প্রয়োজন।
বিজ্ঞাপন
বিনা অনুমতিতে ডিএনসিসির রাস্তা খনন করায় সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, অনুমতি ছাড়া সড়ক খুঁড়ে ফেলায় সিটি করপোরেশন ওয়াসার এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করেছে। এতে সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে বলে উল্লেখ করেছে।
সূত্রে জানা যায়, গত আগস্টে ১২ কোটি টাকা ব্যয়ে উত্তরার ১৫টি রাস্তার নির্মাণকাজ শেষ হয়। এসব রাস্তার মধ্যে তিনটি রাস্তা খোঁড়ার অনুমতি চান ওয়াসার ঠিকাদার। কিন্তু কয়েক মাস আগেই নির্মাণকাজ শেষ হওয়ায় রাস্তা খুঁড়তে তাদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা অনুমতিতেই রাস্তা খুঁড়ে ফেলেছে।
এএসএস/এফআর