ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন। 

আটক ব্যক্তিরা তিতাস গ্যাসের ভুয়া আইডি কার্ড ও ফাইল ইত্যাদি ব্যবহার করে গ্রাহকদের হয়রানি করেন।

এ বিষয়ে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেট্রো ঢাকা বিপণন বিভাগ ৪ এর ব্যবস্থাপক মো. শাকিল বলেন, আজ বেলা ১১টার দিকে প্রতারকরা গুলশান এলাকার ৪৪ নম্বর রোডের একটি বাড়িতে যান। তাদের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তাদের সঙ্গে তিতাস গ্যাসের ভুয়া আইডি কার্ড ও স্টিকারসহ গাড়ি ছিল। আমরা এ খবর পাওয়ার পর সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। পরে তাদের পুলিশের হাতে তুলে দেই। আপাতত তারা পুলিশ কাস্টডিতে রয়েছে। তাদের মধ্যে মাসুম, জাহিদ ও হাবিব এই তিনজনের নাম জানতে পেরেছি।

তিনি বলেন, তারা বেশ কয়েকদিন যাবৎ এমন প্রতারণা চালিয়ে আসছিল। বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে তারা জরিমানার নামে লক্ষাধিক টাকা আদায় করেছে। প্রতারকদের বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিগ্যাল অ্যাকশনে যাবে।

ওএফএ/কেএ