রাজধানীর চকবাজার এলাকার নবাবের বাগিচার একটি পাঁচতলা বাসায় এসির কাজ করার সময় পড়ে গিয়ে আলামিন (২৯) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ওসমান গনি ঢাকা পোস্টকে জানান, আমার ছেলে চকবাজারের নবাবের বাগিচায় একটি বাসার পাঁচতলায় এসির কাজ করছিল। অসাবধানতাবশত সে পাঁচতলা থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে অনলাইনে অর্ডার পেয়ে এসি সার্ভিসিংয়ের জন্য গিয়েছিল।

নিহত আলামিন মগবাজার বাটার গলিতে ভাড়া বাসায় থাকত। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায়। আলিয়া নামের তিন মাসের এক মেয়ে সন্তানের বাবা তিনি। দুই ভাইয়ের মধ্যে সে (আলামিন) বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, একজন এসি মিস্ত্রি পাঁচতলা থেকে পড়ে নিহত হয়েছে। বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়েছে।

ঢামেক/এসএসএইচ/এমএমজে