জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে আইনি ভিত্তি দিতে সংশ্লিষ্ট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 'জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন, ২০২৩' এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। এটিকে আইনের কাঠামোর মধ্যে আনা হচ্ছে। 

এখন থেকে নিজস্ব আইনে এটি পরিচালিত হবে বলেও জানান তিনি।

এসএইচআর/জেডএস