দক্ষিণখানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সবুজের সহকর্মী জহিরুল বলেন, আশকোনা এলাকায় ১০তলা ভবনের নয়তলায় কাজ করছিল সবুজ। অসাবধানবশত নয়তলা থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সবুজকে মৃত ঘোষণা করেন।
সে দক্ষিণখাণের আশকোনার আমতলা এলাকায় থাকতো। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি দক্ষিণখান থানাকে জানিয়েছি।
এসএএ/জেডএস