'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন 

বৈঠকে 'বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩' এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৬১ সালের একটি অধ্যাদেশের আলোকে এটি প্রতিষ্ঠিত হয়ে ওই অধ্যাদেশের আওতায় পরিচালিত হচ্ছে। এজন্য নতুন আইন করা হচ্ছে। আগের অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হচ্ছে।

অন্যদিকে, বৈঠকে 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৩' এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১০ সালে যখন এই আইন করা হয় তখন ওই আইনের আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধার কথা বলা হয়েছিল যেগুলো অন্য আইনে ছিল। ওই আইনগুলো পরিবর্তন হয়ে যাওয়ায় পরিবর্তিত অংশটুকু বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনে সন্নিবেশিত করা হচ্ছে।

এসএইচআর/জেডএস