রাজধানীর মালিবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। এ সময় বাসের যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মুক্তা দত্ত অমা ঢাকা পোস্টকে বলেন, রাজধানীর মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের কেউ হতাহত হননি। চালক, হেলপারসহ সবাই নিরাপদে বের হয়ে আসেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে। তবে দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে বাসটিতে আগুন লাগিয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এমএসি/জেডএস