মোদির ওড়াকান্দি সফরের সঙ্গে নির্বাচনকে টানা সংকীর্ণতা
বাংলাদেশ সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার বিষয়টি সংকীর্ণ দৃষ্টিতে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
শনিবার (২৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে বাংলাদেশ সফরকালে ঢাকার বাইরে যেতে চেয়েছিলেন। তার শিলাইদহ কুঠিবাড়ী, ওড়াকান্দি, সাতক্ষীরা সফরেরও পরিকল্পনা ছিল, কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। এবারের সফরে তিনি ঢাকার বাইরে গিয়ে বাংলাদেশের সংস্কৃতি দেখা ও কাছ থেকে জানার চেষ্টা করেছেন। ওড়াকান্দি সফরের সঙ্গে নির্বাচনকে টেনে সংকীর্ণ দৃষ্টিতে দেখা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শনের খবরে পশ্চিমবঙ্গের ভোট ইস্যু নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, মতুয়ারা বর্তমানে মতুয়া মহাসংঘের অধীনে সংগঠিত; যারা পশ্চিমবঙ্গের নির্বাচনের অন্তত ৩০টি আসনে সরাসরি প্রভাব বিস্তার করতে পারেন। এছাড়া বিধানসভার ৭০টি আসনে তাদের উল্লেখযোগ্য ভোটার রয়েছে।
এদিকে শনিবার (২৭ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সফর করে নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেন তিনি।
রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে ভারত
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশ আমাদের দুই পাশেই অবস্থান। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের সঙ্গেই কাজ করছি। ভারত চায়, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত হোক। রোহিঙ্গা ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় ভারত। সেজন্য ভারত মিয়ানমারে অবকাঠামোগত বিভিন্ন কাজ করেছে।
এনআই/এসকেডি