ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

দেশে আয়বৈষম্য আরও বেড়েছে। ধনীদের আয় আরও বেড়েছে। যেমন দেশের সবচেয়ে বেশি ধনী ১০ শতাংশ মানুষের হাতেই এখন দেশের মোট আয়ের ৪১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় দেশের মোট আয়ের মাত্র ১ দশমিক ৩১ শতাংশ।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

১০% ধনীর হাতে ৪১% আয়

গত এক যুগে দেশে অর্থনীতিতে প্রবৃদ্ধি যেমন বেড়েছে, সঙ্গে দ্রুতগতিতে বৈষম্যও বেড়েছে। বৈষম্যের নির্দেশক গিনি সহগ সূচক এখন দশমিক ৪৯৯ পয়েন্ট। দশমিক ৫০০ পয়েন্ট পেরোলেই উচ্চ বৈষম্যের দেশ হিসেবে ধরা হয়। অর্থাৎ উচ্চ বৈষম্যের দেশ থেকে অতি সামান্য দূরত্বে আছে বাংলাদেশ।

চিনি, আটা, গুড়, তেল—ইত্যাদি উপকরণে বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করেন ক্ষুদ্র উদ্যোক্তা মো. মোস্তফা কামাল। গত এক বছরে এসব কাঁচামালের সব কটির দাম কয়েক গুণ বেড়ে গেছে। এতে মোস্তফা কামালের পণ্য উৎপাদন খরচও অনেক বেড়েছে। কিন্তু সে তুলনায় দাম বাড়েনি।

প্রথম আলো

টিকে থাকাই এসএমই উদ্যোক্তাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ

করোনার কারণে ২০২০ সালে ব্যবসায় যে ধাক্কা এসেছিল, তা পরবর্তী এক–দেড় বছরে অনেক প্রতিষ্ঠানই সামলে ওঠে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যবসায় আবার নতুন করে সংকট দেখা দেয়। বিশেষ করে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের উদ্যোক্তারা পড়েছেন বেশি সমস্যায়।

আরও পড়ুন >>> বৈষম্য যখন মূলে 

এবারের ঈদযাত্রায় দেশের ২০টি জেলার সড়ক-মহাসড়কের শতাধিক স্থান যানজটপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর বেশির ভাগই ঢাকা ও আশপাশের জেলাগুলোয় অবস্থিত। এসব স্পটে যানজট হলে তা বড় আকার ধারণ করতে পারে।

যুগান্তর

২০ জেলার শতাধিক স্থান ঈদযাত্রায় যানজটপ্রবণ

দূরপাল্লার রুট বিবেচনায় উত্তরাঞ্চলের জেলাগুলোয়ও একই পরিস্থিতি তৈরি হতে পারে। যানজটের ওই আশঙ্কা থেকেই ২০ জেলায় যানজটপ্রবণ স্পটগুলোয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সম্প্রতি চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ক্রিস্টাল মেথ, কুশ, ম্যাজিক মাশরুম কিংবা শয়তানের নিঃশ্বাস– সবক’টিই সিনথেটিক ড্রাগ! ফেনসিডিল, ইয়াবা, হেরোইনের মতো প্রচলিত মাদককে পিছে ফেলে তরুণ প্রজন্ম এখন এসব নতুন নেশায় মেতেছে। মাদকের বাজারে সিনথেটিক ড্রাগ ছড়িয়ে পড়ছে দ্রুত লয়ে।

সমকাল

নতুন মাদকে বড় ভয়

সিনথেটিক ড্রাগ দেশে আনতে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও রেডিটে এমন কিছু পেজ পাওয়া গেছে, যা বৈশ্বিক মাদক কারবারিদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলছে।

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলায় নতুন আরো ৩৭ জনের নাম যুক্ত করা হচ্ছে। রাজধানীর কাফরুল থানায় এ মামলায় ক্ষমতাসীন দলের বহুল আলোচিত বহিষ্কৃত দুই নেতা বরকত ও রুবেল এর আগেই আসামির তালিকায় যুক্ত ছিলেন।

বণিক বার্তা

বরকত ও রুবেলের সঙ্গে আসামির তালিকায় আরো ৩৭ নাম

মাদক কারবার ও ভূমি দখল করে অবৈধভাবে অর্জিত অর্থের অন্তত ২ হাজার কোটি টাকা এ দুই ভাই বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ তুলেছে সিআইডি। গতকাল সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম বাবরসহ মোট ৪৭ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত ১১ মাসে আয় হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪১৬ কোটি টাকা। লক্ষ্য পূরণে চলতি জুনে ৮৭ হাজার ৫৮৩ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে, যা প্রায় অসম্ভব বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

বণিক বার্তা

লক্ষ্য পূরণে জুনে আহরণ করতে হবে ৮৭,৫৮৩ কোটি টাকা

এনবিআর সূত্রে জানা যায়, মে মাস পর্যন্ত আগের মতোই ভ্যাট আদায় সবচেয়ে বেশি হয়েছে, যা প্রায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের ১১ মাস পর্যন্ত যদিও ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২১ হাজার ৮৪১ কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, মূল্যস্ফীতির কারণেই ভ্যাট আহরণ বেড়েছে।

রাজধানীর মিরপুরে প্রায় ৪০০ বিঘা জমি বেদখল। অনেক দিন ধরে সরকারের এসব জায়গা রহস্যজনক কারণে দখলমুক্ত করা যাচ্ছে না। এ জমি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা ডিভিশন-১-এর আওতাধীন, যার সরকার নির্ধারিত মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।

দেশ রূপান্তর

৪ হাজার কোটির জমি বেহাত

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি সরকারি আবাসন প্রতিষ্ঠান। প্রেষণের কর্মকর্তাদের দিয়ে সংস্থাটি পরিচালিত হয়ে আসছে। কিছুদিন পরপর কর্মকর্তাদের রদবদল হয়। প্রত্যেক রদবদলের সময় সাময়িকভাবে অবৈধ দখলদার উচ্ছেদের আয়োজন করা হয় এবং কিছুদিন না যেতেই তা থেমে যায়। কারণ অবৈধ দখল অবসানের গোপন অফিস আদেশ অসাধু চক্রের মাধ্যমে দখলদারদের কাছে চলে যায়।

আরও পড়ুন >>> মাদক আইন, নিয়ন্ত্রণ ও নিরাময় 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সারা দেশে ডিএনসি, পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ড মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা করে। এসব মামলায় আসামি করা হয় ১ লাখ ৬১ হাজার ৩২৩ জনকে।

দেশ রূপান্তর

সহজলভ্য মাদকে ধ্বংস পরিবার

২০২১ সালের পর থেকে মাদকের উদ্ধার বাড়তে থাকে। গত বছর মাদকবিরোধী মামলা হয় ১ লাখ ৩২১টি, এসব মামলায় আসামি করা হয় ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জনকে। আর চলতি বছরের মে মাস পর্যন্ত ৪১ হাজার ৭৫৯টি মামলায় আসামি করা হয় ৫১ হাজার ৮৩৪ জনকে।

এছাড়া ব্যাংকঋণের ২০% ক্ষুদ্র ও মাঝারি খাতে; কাটা পড়বে ৪৬৫টি গাছ; দেশে বানানো মালা, মুকুটসহ গরুর সাজের জিনিস পৌঁছেছে কলকাতায়; ঈদ বোনাস হয়নি ৪৬ দশমিক ৩২ শতাংশ কারখানায়; ব্যাংকের চেয়ে খুচরা বাজারে ডলারের দাম কম; এক ঘরে ৮৭ নদীর পানি; রেল এখন আমজনতার নেই; বাজারে এবার ‘নির্বাচনী’ চাপ; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।