হাজারীবাগ হাটে বড় গরুর চাহিদা বেড়েছে
রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় সংলগ্ন পশুর হাটে বেচা কেনা জমে উঠেছে। সকালের দিকে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম হলেও দুপুরের পর থেকে বিক্রি বেড়েছে। সকালে ছোট গরুর চাহিদা থাকলেও বিকেল থেকেই বড় গরুর চাহিদা বেড়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানী হাজারীবাগ ট্যানারি মোড় গরুর হাটে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছোট বড় কয়েক হাজার গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা। গত দুই দিন এই হাটে ছোট গরুর চাহিদা বেশি ছিল। আজ বিকেল থেকে লাখ টাকার উপরের গরুর চাহিদা বেশি দেখা গেছে। দেড় থেকে তিন লাখ টাকার গরু বিক্রি হচ্ছে এ হাটে।
বিজ্ঞাপন
কুষ্টিয়া মিরপুরের মো. লিটন মিয়া গত বৃহস্পতিবার তিনটি গরু নিয়ে হাটে আসেন। দুইটি গরু বিক্রি করেছেন। এর মধ্যে একটি ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করেছেন। তার ওজন প্রায় চার মণ ছিল। আরেকটি গরু ১ লাখ ১০ হাজার টাকা বিক্রি করেছেন। সেটির ওজন সাড়ে তিন মণের উপরে ছিল।
বিজ্ঞাপন
মো. বোরহান উদ্দিন নবাবগঞ্জে দোহা থেকে সোমবার ১২টা গরু নিয়ে এ হাটে আসেন। এরই মধ্যে ৭টি গরু বিক্রি হয়েছে। বৃষ্টির কারণে ক্রেতা কম ছিল। তবে বিকালে বেশি বিক্রি হয়েছে।
নাটোর থেকে ৯টি গরু নিয়ে হাটে আসেন হাবিবুর রহমান। একটা ১ লাখ ১১ হাজার, ওজন চার মণ হবে। আরেকটি ১ লাখ ১৩ হাজার টাকায় বিক্রি করেছেন। সেটির ওজনও প্রায় চার মণ হবে।
আবুল হোসেন নামে এক ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, আমি সন্ধ্যার দিকে হাটে এসেছি। কয়েকটি গরু দেখেই একটি গরু নিয়েছি। আমার ছেলে গরুটি পছন্দ করেছে। বিক্রেতা ২ লাখ ৩০ হাজার টাকা দাম চেয়েছিল, সেই গরুটি আমি ১ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছি।
তিনি আরও বলেন, ছোট গরুর তুলনায় আজ বড় গরুর দাম অনেক বেশি। গতকাল আমি এই হাটে এসেছিলাম। তখন বড় গরুর চাহিদাও কম ছিল, দামও হাতের নাগালে ছিল। আজকে মাঝারি গরুর দাম বেশি। আবার সবচেয়ে বড়, অর্থাৎ ৩ লাখ টাকার উপরে দামের গরুর দাম কম।
সরেজমিন ঘুরে আরও দেখা যায়, হাজারীবাগ গরুর হাটে আসা ক্রেতাদের পছন্দ হলেই দামে আটকাচ্ছে না বিক্রেতারাও সীমিত লাভে গরু ছেড়ে দিচ্ছেন।
হাজারীবাগ গরু হাটের চার নম্বর কাউন্টারে দায়িত্বে থাকা মো. রিজভী ঢাকা পোস্টকে বলেন, আমার কাউন্টারে ১৭০টি গরুর ইজারা রশিদ কাটা হয়েছে। এই হাটে ১২টি কাউন্টার রয়েছে। এক, দুই ও পাঁচ নম্বর কাউন্টার দিয়ে গরুর ইজারা রশিদ কাটা হয়েছে বেশি। আমাদের কাউন্টারে গতকাল ৩৫টি রশিদ কাটা হয়।
এমএসআই/এসকেডি