জুম অনলাইনে আয়োজিত সেমিনারে বক্তারা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখনো ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। অনেক এয়ারলাইন্স নিয়মিত লোকসান দিচ্ছে। তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যাত্রীদের আস্থা বাড়ছে। সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের প্রতিটি ফ্লাইট পরিপূর্ণ যাত্রী নিয়ে চলাচল করছে।

সোমবার (০৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস উপলক্ষে জুম অনলাইনে এক সেমিনারে একথা বলেন বেবিচক চেয়ারম্যান।

এম মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা-আইএটিএ বলছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে বিশ্বব্যাপী এভিয়েশনখাত ভয়াবহ লোকসান গুনছে। তবে আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে বাংলাদেশ ভিন্ন। আমাদের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল প্রায় ৯০ শতাংশ স্বাভাবিক (কোভিড-১৯ পূর্ববর্তী সময়ের মতো) হয়ে গেছে। বর্তমানে ফ্লাইটের শতভাগ আসনেই যাত্রী চলাচল করছে।

তিনি বলেন, এই পরিস্থিতি একমাত্র সম্ভব হয়েছে এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনার সঙ্গে নিজেদের কিছু গাইডলাইন নিয়ে কাজ করেছি। পাশাপাশি এয়ারলাইন্সগুলোও আমাদের  নিয়মিত পরামর্শ দিয়েছে। সবার সহযোগিতায় আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি।

বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি শুনেছি, বঙ্গবন্ধু বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড করে গড়ে তুলতে চেয়েছিলেন। আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ একদিন দক্ষিণ এশিয়ায় রিজিয়নাল এয়ার হাব হবে।

সেমিনারের শুরুতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস ও এর ইতিহাস নিয়ে আলোচনা করেন বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির। এসময় তিনি কমার্শিয়াল এভিয়েশন ও আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) ইতিহাস সম্পর্কে সবাইকে ধারণা দেন।

সেমিনারে বেবিচকের ফ্লাইট অপারেশন কনসালটেন্ট ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমত উল্লাহ বক্তব্য রাখেন। এতে বেবিচক, দেশের বিমানবন্দর, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও সাংবাদিকসহ মোট ৮৫ জন অংশগ্রহণ করেন।

এআর/জেডএস