ডিসির উদ্যোগ
অল্প খরচে ডে ট্যুরে এসি মাইক্রোবাসে ঘুরে দেখা যাবে চট্টগ্রাম
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এবার জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে ফুল ডে ট্যুর সার্ভিস। শনিবার (১ জুলাই) চারটি মাইক্রোবাস নিয়ে এ সেবা চালু হচ্ছে। প্রতি শুক্রবার ও শনিবার এ সেবা চালু থাকবে।
এ সার্ভিসের মাধ্যমে ৮৫০ টাকায় পর্যটকরা সীতাকুণ্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ট্যুর সার্ভিসের মাইক্রোবাসগুলো নগরের নিউমার্কেটে এলাকার মোটেল সৈকতের সামনে থেকে সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে মোটেল সৈকতের সামনে ফিরে আসবে। প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের নাশতা, দুপুরের খাবার, সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরও বাড়ানো হবে।
এর আগে গত ১০ জুন জেলা প্রশাসনের উদ্যোগে নিউমার্কেট থেকে পতেঙ্গা পর্যন্ত পর্যটকদের জন্য ডাবল ডেকার বাস সার্ভিস চালু করা হয়। যেখানে একটি ছাদখোলা বাসও রয়েছে। এ সার্ভিসটি ইতোমধ্যে পর্যটক এবং ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
এরপর পর্যটকদের চাহিদা মেটানোর লক্ষ্যে নিউমার্কেট থেকে পতেঙ্গা রুটে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দুটি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পতেঙ্গা ও ডিসি পার্কগামী পর্যটক বাস সার্ভিসে শুক্রবার ও শনিবারের জন্য নিউমার্কেট রুটের পাশাপাশি চকবাজার ও বহদ্দারহাট থেকে দুটি করে চারটি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে।
এমআর/এসএসএইচ/