রাজধানীর সদরঘাটে ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে সুমন ব্যাপারি (২২) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টায় সোয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সুমন ব্যাপারি ভোলার নূরমিয়ার হাট গ্রামের শাহজাহান ব্যাপারির ছেলে। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।

আহত সুমন ব্যাপারি ঢাকা পোস্টকে বলেন, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হলে সকাল সাড়ে ৬টার দিকে সোয়ারীঘাট এলাকায় দুইজন আমার রিকশার গতিরোধ করে। এ সময় তারা গলায় ছুরি ধরে আমাকে মারতে থাকে। এক পর্যায়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। তবে কোনো কিছু নিতে পারেনি। কোপানোর সময় আশেপাশে অনেক লোক থাকলেও কেউ এগিয়ে আসেনি।

আহতের ছোট ভাই সুজন ব্যাপারি বলেন, আহত অবস্থায় সুমনকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তার শরীরের অনেক জায়গায় জখমের দাগ রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সুমন বেপারি। তার শরীরে একাধিক আঘাতের দাগ রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

সৈয়দ আমানত আলী/এমএইচএস