রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। পরে নিহতর স্বজনরা মরদেহ নিয়ে মনিরুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদীর করুয়া গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মনিরুজ্জামানের ফুফাতো ভাই জাকিরুল আলমের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

মরদেহ নিয়ে শেরপুরে রওনা দেওয়ার আগে জাকিরুল আলম বলেন, মরদেহ আমরা বুঝে পেয়েছি। মরদেহ নিয়ে এখন মনিরুজ্জামানের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছি। গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুর সংবাদ শুনে গ্রামের বাড়িতে মাতম পড়েছে। আজ সকালে শুধু সে বাড়ি থেকে এসেছিল ডিউটিতে যোগ দেওয়ার জন্য। তার মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

তিনি বলেন, গ্রামের বাড়িতে মনিরুজ্জামানের স্ত্রী, দুই ছেলে সন্তান ও মা-বাবা আছেন। তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা কাশেম তালুকদার। মনিরুজ্জামান পাঁচ ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। ২০০২ সালে সেপ্টেম্বর মাসে পুলিশ বাহিনী যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত।

উল্লেখ, শনিবার সকালে রাজধানীর ফার্মগেট ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানে তালুকদার। কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এমএসি/জেডএস