নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় ৩ ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে না পেরে বাংলাদেশে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সোমবার (২৯ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। ফ্লাইটটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে প্লেনটি বিমানবন্দরে নামতে পারেনি। 

এ অবস্থায় বিমানের ফ্লাইটটি নেপালের কালাইয়া, বীরগঞ্জ, নিজগর ও হেতাউদার ওপর দিয়ে প্রায় ৩ ঘণ্টা ঘুরপাক খায়। বার বার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে বিমানের ফ্লাইটটিকে নামার অনুমতি দেয়নি। অবশেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নেপালের জনকপুর ও ভারতের পূর্নিয়া এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান ঢাকা পোস্টকে বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটটি নামতে না পেরে ঢাকায় অবতরণ করেছে।’

ফ্লাইটের একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইটটি দীর্ঘক্ষণ নেপালের আকাশে ঘুরপাক খাওয়ায় যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। প্লেনের ভেতর ক্যাপ্টেইন যখন ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরার ঘোষণা দেন তখন যাত্রীরা আরও বেশি আতঙ্কিত হয়ে যান। তবে নিরাপদেই সবাই অবতরণ করেছি। আমাদের বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আবারও সেখানে পাঠানো হবে।

এআর/জেডএস