পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলো।

রোববার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্যামাইকার কিংস্টনে আইএসএ সদর দপ্তরে গত ৫ থেকে ৭ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের অর্থ কমিটির সভায় মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে আইএসএ-এর অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। তিনি সর্বসম্মতিক্রমে সংস্থাটির অর্থ কমিটির চেয়ার হলেন। ১৯৯৪ সালে আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ার হলো।

এছাড়া কানাডার কেনেথ ওং সংস্থাটির ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।

এনআই/জেডএস