রাজধানীতে ৫৮০ বোতল ফেনসিডিলসহ হানিফ (৪৫) ও তমাল হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা দুজনই নারায়ণগঞ্জের বাসিন্দা।

সোমবার (২৯ মার্চ) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করত। সেগুলো তারা পিকআপের মাধ্যমে কাঁচামাল ও আসবাবপত্র পরিবহনের আড়ালে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলো।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

জেইউ/এমএইচএস