আগামী ১১ এপ্রিল সিলেট ও কুড়িগ্রামের দুটি উপজেলায় উপ-নির্বাচন উপলক্ষে নৌযান ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও করোনা মহামারির বাড়ার ফলে ৩১ মার্চের পর সবধরনের নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ৩১ মার্চের পর সব নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ১ এপ্রিল বৈঠকে বসবে ইসি।

ইসি সূত্র জানায়, সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে আগামী ১১ এপ্রিল। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সব ভোটারদের স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করে প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনি অন্যান্য কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছে ইসি।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত গত ২৮ মার্চ দেওয়া আদেশে বলা হয়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে সব ধরনের ইঞ্জিন চালিত নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখা হবে।

যানবাহনের বিষয়ে ইসি জানায়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং ভোটের আগে ও পরে বিশেষ কয়েকটি যানবাহন (মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ ও পিক আপ ইত্যাদি) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু এই উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত ১২টা থেকে ১১ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে ৯ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।  

এসআর/জেডএস