বংশালে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
রাজধানীর বংশালে পুকুরে গোসল করতে নেমে ইশান নন্দি (১৩) নামে কিশোরের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত ইশান নন্দি পোগোজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
বিজ্ঞাপন
ইশানের বড় ভাই দীপ বলেন, আমার ছোট ভাই আজ দুপুরে মাঠে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে সে বন্ধুদের সঙ্গে বংশাল পুকুরে গোসল করতে নামে। কিন্তু সে সাঁতার জানত না। গোসল করতে গিয়ে হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে আমাদের খবর দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাসা ১০৩ নং শাঁখারী বাজার এলাকায়। আমার বাবার নাম সত্যজিৎ নন্দি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি