আইইবি মহিলা কমিটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী অবদান রাখছে। দেশের যেকোনো দুর্যোগের সময় পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে থাকে। সমাজ, রাষ্ট্র ও দেশের সুনাম অর্জনে নারীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। ঘরে-বাইরে সমানতালে সব কাজই এখন নারীরা করতে পারে। আমরা নারী, আমরা সবই পারি।’
শনিবার (১৫ জুলাই) রমনায় আইইবির সেমিনার হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মহিলা কমিটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রেসিডেন্ট মো. আবদুস সবুর বলেন, দেশের ক্রান্তিলগ্নে মহিলা কমিটি ব্যাপকভাবে কাজ করে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ও স্মার্ট বাংলাদেশ প্রস্তুত করতে নারীর অবদান অনস্বীকার্য।
আইইবির সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, রাজনীতির বাইরে গিয়ে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে মহিলা কমিটির বিকল্প নেই। মানবিক ও সামাজিক সম্পর্কগুলো তৈরি করতে আইইবির মহিলা কমিটির অবদান অনস্বীকার্য। দেশের যেকোন প্রাকৃতিক দুর্যোগেও আইইবি মহিলা কমিটি প্রস্তুত থাকে, যা সত্যিই প্রশংসনীয়।
বিজ্ঞাপন
আইইবি মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান বলেন, নিরাপদ ও সুস্থ্য পরিবেশ নিশ্চিত করতে পুরুষের সহযোগিতার কোনো বিকল্প নেই। নারীর বিজয়ে পুরুষের অবদানও কম নয়।
আইইবি মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসমা মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিরজিস জাহান আহমদ, সেলিনা নওরোজ চৌধুরী, লুৎফুন নাহার কবির, খন্দকার ফারাহ্ জেবা, নিলুফার সুচরিতা, আইনুন নাহার (চায়না)।
ওএফএ/এসএম