রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকায় সার্কিট ব্রেকার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম প্রধান (১৯) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের চাচা নাসির প্রধান বলেন, আমরা দুজনেই ইলেকট্রিকের কাজ করি। আজ বিকেলের দিকে ডগাইর এলাকার একটি বাড়িতে সার্কিট ব্রেকার লাগানোর কাজ করছিল ইব্রাহিম। এ সময়ে আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা যাত্রাবাড়ীর ডগাই এলাকায় ভাড়া থাকতাম। আমাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কৃষ্ণপুর গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসকেডি