দেশের চারটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। এই পৌরসভাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি কর্মকর্তারা জানান, স্থগিত হওয়া ৪ পৌরসভায় (যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। আগেই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেশে পৌরসভা রয়েছে ৩২৯টি। প্রথম ধাপের তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয়। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হয়েছে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ হয় ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি অন্য পৌরসভাগুলোতে ভোটগ্রহণ হয়।

আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় দেশের পৌরসভাগুলোতে। ওই ভোটে ২০টি দল অংশ নেয়।

এসআর/এমএইচএস