রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের ৩ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৩টি পাইপ, ৩টি চাকু ও ১টি পাইপ সংযুক্ত চেইন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারদের মধ্যে কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য আব্দুর রহিম (১৮)। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক (১৭)।

রোববার (১৬ জুলাই) বিকেলে র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অধিনায়ক (সিও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ।

তিনি বলেন, বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সী ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। গ্যাং সদস্যরা এলাকায় নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেধে ঘুরে বেড়ায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, পথচারীদের উত্যক্ত করে এবং ছোটখাটো বিষয় নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়ে হাতাহাতি-মারামারি করে। 

র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকা, টিএন্ডটি কলোনি ও কড়াইল বস্তি এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর কার্যক্রম সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশীশক্তি প্রদর্শন করে আসছে। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত।

র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর বনানী থানাধীন বেলতলা আদর্শ নগর এলাকায় টিএন্ডটি কলোনির পাশে কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা করার জন্য একসাথে জড়ো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দলটি আজ সকালে সেখানে অভিযান পরিচালনা করে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের প্রধান বনানী থানাধীন কড়াইল বস্তির মো. জয়। কিছুদিন পূর্বে টিএন্ডটি কলোনির কিশোর গ্যাং জুয়েল গ্রুপের সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কড়াইল বস্তির কিশোর গ্যাং  পিচ্চি জয় গ্রুপের মারামারি হয়। এতে পলাতক আসামি রতনসহ ‘পিচ্চি জয়’ গ্রুপের কয়েকজন সদস্য আহত হয়। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ও এলাকার আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান জানান দিতেই ‘পিচ্চি জয়’ গ্রুপের ৭/৮ জন সদস্য বেলতলা আদর্শ নগর এলাকায় জড়ো হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পিচ্চি জয় গ্রুপের আনুমানিক সদস্য ২০/২৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে

জেইউ/এসকেডি