বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের নির্বাচন সোমবার
স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার (১৭ জুলাই)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসি জানায়, ৭ পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, দুটি উপজেলায় উপ-নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৩৭টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সাত পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এসআর/এসকেডি
বিজ্ঞাপন