স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সোমবার (১৭ জুলাই)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতিমধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইসি জানায়, ৭ পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভায় উপ-নির্বাচন, দুটি উপজেলায় উপ-নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও ৩৭টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সাত পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। 

এসআর/এসকেডি