রাজধানীর গুলিস্তানে পরিত্যক্ত জায়গা থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ওই নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় বলেন, গুলিস্থান মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশে পরিত্যক্ত জায়গা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় শপিং ব্যাগের মধ্যে এক নবজাতক দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ওই নবজাতককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, একটি নবজাতককে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছিল। পরে সে মারা যায়। নবজাতকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেডএস