ঢাকার ৩ ইন্সপেক্টরকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের এই বদলি করা হয়।
বিজ্ঞাপন
আদেশে ডিএমপির লাইনওআর-এ কর্মরত ইন্সপেক্টর (শহর ও যানবাহন) লোকমান হোসেনকে ট্রাফিক রমনা বিভাগ, ডিএমপির ইন্সপেক্টর (শহর ও যানবাহন) কামরুল হাসানকে ট্রাফিক গুলশান বিভাগ ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু বকর মো. হেলালকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এআর/জেডএস