এনবিআরের অডিট ভবনে আগুন
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামরুল।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের অডিট ভবনের চারতলায় আগুন লাগে। আমাদের কাছে খবর এলে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে দেখেন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
আগুন লাগার কারণ ও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি বলেও জানান অপারেটর কামরুল।
বিজ্ঞাপন
এমএসি/জেডএস