সিপিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামী শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অনিবার্য কারণে সিপিপি নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যথাসময়ে পরীক্ষার সময়সূচী জানানো হবে। তবে পূর্বে ইস্যু করা প্রবেশপত্র এ পরীক্ষার জন্য বহাল থাকবে।
বিজ্ঞাপন
যেসব পদে নিয়োগের জন্য পরীক্ষা
১। জুনিয়র সহকারী পরিচালক : ১১টি
২। বেতার প্রকৌশলী : ১টি
৩। আউট বোর্ড প্রকৌশলী : ১টি
৪। রেডিও টেকনিশিয়ান : ৩টি
৫। স্টোর কিপার : ১টি
৬। স্টেনো টাইপিস্ট : ১টি
৭। কম্পিউটার অপারেটর : ১টি
৮। টাইপিস্ট : ১টি
৯। সহকারী কাম রেডিও অপারেটর : ১৯টি
১০। রেডিও ওয়ার্কশপ সহকারী : ৩টি
১১। হিসাব সহকারী কাম টাইপিস্ট : ১টি
১২। মাস্ট ক্লাইমার : ২টি
১৩। জিপ ড্রাইভার : ৪টি
১৪। স্পিড বোট ড্রাইভার : ১১টি
১৫। অফিস পিয়ন : ১০টি
১৬। এমসিজি : ২০টি
১৭। নৈশ প্রহরী : ১৭টি
১৮। সুইপার : ১টি
বিজ্ঞাপন
এদিকে ১, ২ এবং ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নবম ও দশম গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে ওই তিন দিনের পরীক্ষা স্থগিত করেছে তারা। পরবর্তীতে কবে এ পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এসএইচআর/এমএইচএস