বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর বংশাল থানার শিক্কাটুলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাজিবের সহকর্মী মাসুম বলেন, আমরা সবাই বংশালের পলিথিন কারখানায় কাজ করি। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ কাজ বন্ধ রাখি। এরপর বিদ্যুৎ এলে মেশিন পরিষ্কার করছিল রাজিব। সেই সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজিব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানাকে জানিয়েছি।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ