নিম্নমানের নির্মাণ সামগ্রীতে চলছিল স্কুলের রাস্তা নির্মাণের কাজ। সড়কের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব পরিমাপ করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে এর প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে ওই অভিযোগ যাচাই-বাছাই করতে অভিযান পরিচালনা করা হয়। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় থেকে কালিন্দী নদীর মোড় পর্যন্ত রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। সরেজমিনে পরিদর্শনকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনায় জানা যায় প্রকল্পটি ২০২০ সালে শুরু হলেও বর্তমানে কাজটি চলমান রয়েছে। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সড়কের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব পরিমাপ করা হয় এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

দুদক আরও জানায়, দুদক টিমের পরিদর্শনকালে রাস্তাটির দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ও প্যালাসাইটিং-এর পরিমাপ সঠিক পাওয়া গেলেও আপাতদৃষ্টিতে সড়কটির নির্মাণ সামগ্রী খুবই নিম্নমানের প্রতীয়মান হয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আরএম/এনএফ