দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-জাপান
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি আগামী দিনে আরও সম্পৃক্ততা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও জাপান।
সম্প্রতি জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই মন্ত্রী সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট-এর উদ্যোগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক আউটলুক, জলবায়ু পরিবর্তন, শক্তি, কৃষি, সুনীল অর্থনীতি, ফার্মাসিউটিক্যালস, কানেক্টিভিটি এবং সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন রোহিঙ্গাদের কারণে সৃষ্ট উদ্বেগ জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি মিয়ানমারের নাগরিকদের দ্রুত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে জাপানের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
মোমেন এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের পরও জাপানের সমর্থন চান। তিনি হাইয়াশিকে জানান, বাংলাদেশ হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন অন শিপ রিসাইক্লিং অনুসমর্থন করেছে, যা গত ২৬ জুন থেকে কার্যকর হয়েছে।
এনআই/এমএ