সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক ৬ কারবারি
ঢাকার আশুলিয়া, কেরানীগঞ্জ ও কারওয়ান বাজার থেকে সোয়া কোটি টাকার হেরোইনসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব ২, ৪ ও ১০ এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বুধবার (৩১ মার্চ) দুপুরে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ৩০ মার্চ রাত ৯টার সময় র্যাব ৪ এর একটি দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৬২ লাখ টাকার ৬৩২ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং একটি মোবাইল জব্দ করে। এসময় মো. মাসুদ রানা (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর আশুলিয়াসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল।
অন্যদিকে র্যাব ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, র্যাব ২ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারিদের একটি চক্রের কয়েক সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে পিকআপে করে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় নিয়ে আসছে।
বিজ্ঞাপন
ওই তথ্যের ভিত্তিতে র্যাব ২ মাদকের চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব ২ এর আভিযানিক দলটি কারওয়ান বাজারস্থ ৪ এ জে টাওয়ারের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে।
পৌনে ১০টার দিকে নীল রংয়ের একটি পিকআপ চেকপোস্ট থেকে পালানোর চেষ্টা করে। এসময় মো. শরিফুল ইসলাম (৩৮) ও আরিফুল ইসলামকে (২৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হেরোইনের চালান গাড়িতে আছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে, গাড়ির চালকের সিটের পেছন থেকে ৬৫ লাখ টাকার ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অন্যদিকে, ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডিলারসহ তিন হেরোইন কারবারিকে আটক করেছে র্যাব ১০। এসময় জব্দ করা হেরোইনের দাম আনুমানিক তিন লাখ টাকা।
জেইউ/আরএইচ