রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী এবং গাজীপুর সদর ও কাশিমপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর থানার টেকনগপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যাব-১ ও র‍্যাব-১০। এসময় বংশাল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.ফারুক হোসেন ওরফে শরীফকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও ৯২৫ টাকা জব্দ করে র‍্যাব।

তিনি আরও বলেন, একই দিনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুপচান সরকার ও ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতলাফ হোসেন মিন্টুকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

গাজীপুরের কাশিমপুর থানা এলাকার অভিযানের বিষয়ে র‍্যাব কর্মকর্তা বলেন, গতকাল কাশিমপুরে অভিযান চালিয়ে ৮ মাসের ও ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মন্নু কবিরাজকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আইনের হাত থেকে বাঁচার জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসি/এমজে