তারিকুল ইসলাম

চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় একটি ব্যাংকে প্রবেশ করে এক যুবক। প্রবেশের পর তিনি বোমা মেরে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকে প্রবেশ করে তারিকুল ইসলাম (২১) তার পকেটে একটি বস্তু দেখিয়ে বলেন, তার কাছে বোমা আছে। এসময় ব্যাংক কর্মকর্তাদের বোমার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করেন তিনি। পরে সংবাদ পেয়ে ব্যাংকে গিয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তার পকেট থেকে একটি স্প্রের বোতল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানা যাবে। তারিকুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মুফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। 

কেএম/আরএইচ