জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হয়েছেন বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোছা. মাকছুদা খাতুন।

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সদস্য (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. শফিউল হককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) নিরঞ্জন দেবনাথকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এসএইচআর/এফআর