করোনা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম চিড়িয়াখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে চিড়িয়াখানা বন্ধের বিষয় ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব রুহুল আমিন।

তিনি বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। নির্দেশনার আলোকে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ থাকবে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৯৬ জন। আর চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৬ জন। মার্চের শুরু থেকেই চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

এদিকে সম্প্রতি দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসাবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি। এর আগে, গত বছরের ২৬ আগস্ট করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছিল। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল দুদিন আগে গত ২৯ মার্চ। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ১৮১ জন। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেএম/এইচকে