পল্টন এলাকায় বাসের ধীর্ঘ সারি/ ছবি: ঢাকা পোস্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর প্রেসক্লাবে ও পল্টন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এ এলাকায় যানজট দেখা দেয়। 

সরেজমিনে দেখা যায়, যানজটের ফলে কর্মজীবী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একদিকে প্রচণ্ড রোদ। অন্যদিকে গাড়ি সামনে এগোচ্ছে না। আধা কিলোমিটার পথ অতিক্রম করতেই অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

মতিঝিল এলাকা থেকে মিরপুরগামী ট্রান্স সিলভা পরিবহনের চালক রিপন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, মতিঝিল থেকে প্রেসক্লাব আসতে এক ঘণ্টা সময় লাগছে, যাত্রীরা বিরক্ত হয়ে নেমে যাচ্ছেন। কেউ হেটে চলে যাচ্ছেন, আবার কেউ অপেক্ষা করছেন। তিনি বলেন, কল্যাণপুর যেতে অন্তত চার-পাঁচ ঘণ্টা সময় লাগবে।

পায়ে ব্যথা নিয়ে মতিঝিল থেকে ফার্মগেটে অফিসের উদ্দেশ্যে যাচ্ছেন নিউভিশন পরিবহনের যাত্রী মুতাসিম এনায়েত। তিনি বলেন, যানজটের কারণে মনে হচ্ছে অফিসে যেতে দুই ঘণ্টা লেগে যাবে। অফিসকে কী বুঝাব বুঝতে পারছি না।

এমআই/এসএসএইচ