চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতসহ সব ধরনের পর্যটনকেন্দ্র, বিনোদনকেন্দ্র, সিনেমাহল ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন  জেলা প্রশাসক। 
 
বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সময়ে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় জেলার জনসাধারণের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো সবাইকে যথাযথভাবে পালন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উচ্চ সংক্রমণের এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করতে হবে। মসজিদসহ ধর্মীয় সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন করতে হবে। সংক্রমণের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের হওয়া যাবে না। হোটেল-রেস্তোরাঁয় নির্ধারিত আসনের অর্ধেক প্রবেশ করতে পারাসহ আরও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ দণ্ডবিধি আইন ১৮৬০ এবং সংক্রমক রোগ আইন ২০১৮ বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় প্রশাসন আগামী ১৪ দিনের জন্য পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে।

কেএম/জেডএস