রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার আগামী বুধবার (৭ এপ্রিল) তার দায়িত্বের মেয়াদ শেষ করতে যাচ্ছেন। সারাদেশে সোমবার থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের ঘোষণায় তাকে আজ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সোসাইটি এবং যুব ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া উপহার দেন। এরপরই চেয়াম্যানকে উত্তরীয় পরিয়ে দেন সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী।
বিজ্ঞাপন
সোসাইটির বিদায়ী চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের প্রতি সম্মান জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন টার্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. কেরেম কিনিক। অনুষ্ঠানে ভিডিও বার্তাটি দেখানো হয়।
রেড ক্রিসেন্ট জানাচ্ছে, বিদায়ী চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সময়ে সোসাইটি অত্যন্ত শক্তিশালী হয়েছে। এখানে ভালো টিম ওয়ার্ক রয়েছে। ফলে স্বচ্ছতার সঙ্গে সব কাজ এগিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
বিদায় বেলায় হাফিজ আহমদ মজুমদার বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা এবং ভবন নির্মাণের জন্য ৪০ কোটি টাকা দিয়েছে। এছাড়াও দেশের জনগণ সহায়তা অব্যাহত রেখেছেন। সবার সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। যতদিন বেঁচে আছি ততদিন রেড ক্রিসেন্টের সঙ্গে জড়িত থাকব; আপনাদের পাশে থাকব।’
সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ড মেম্বার প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য এখন আর কারও কাছ থেকে সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় না। সহযোগিতার জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয় না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের স্বচ্ছ ও যোগ্য নেতৃত্বের কারণে।’
সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল বলেন, ‘হাফিজ আহমদ মজুমদার শুধু রেড ক্রিসেন্টের অভিভাবকই ছিলেন না। তিনি ব্যক্তি জীবনেও আমাদের অভিভাবক ছিলেন।’
এনআই/জেডএস