দেশজুড়ে চলমান কঠোর বিধিনিষেধের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আপাতত ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। তবে সরকার যদি বিধিনিষেধের সময় বাড়ায় তখন নতুন করে স্থগিতের মেয়াদ বাড়ানো হবে।

রোববার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন শূন্যপদে নিয়োগের লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ প্রার্থীদের এসএমএসের মাধ্যমে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।

এদিকে একই বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ এপ্রিল) এর ফল প্রকাশ করা হয়েছে।

কম্পিউটার অপারেটর পদে ৬ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ২৮ জন ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩২ জন প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এবং টেলিটকের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এনএম/এসএসএইচ