স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা গুনলেন ১ হাজার টাকা
স্বাস্থ্যবিধি মানাতে ঢাকায় অভিযান
দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। বিধিনিষেধ নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ব-স্ব অঞ্চলে বিধিনিষেধ তদারকির জন্য বের হন।
বিজ্ঞাপন
এ সময় করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ৫৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেখতে পান অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন স্থানে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, করোনা ঠেকাতে দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার বিধিনিষেধের প্রথম দিন ডিএনসিসির মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে গুলশান-১, ২ এবং মহাখালী কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে উপস্থিত সবাইকে সচেতন করা হয়।
কারওয়ান বাজার অঞ্চলের আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে কারওয়ান বাজারের প্রধান সড়ক থেকে সব অবৈধ ভাসমান দোকান অপসারণ করা হয়েছে। এ সময় দুটি হোটেলের ভেতরে লোকজনকে খাবার পরিবেশনের অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এএসএস/এফআর