গাড়ি চলাচল বেড়েছে গাবতলীতে
সন্ধ্যার পর গাবতলীতে গাড়ি চলাচল বেড়েছে/ ছবি- ঢাকা পোস্ট
সারাদেশে এক সপ্তাহের জন্য গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু থাকবে। সরকারের এমন ঘোষণার পরই রাজধানীর গাবতলীতে যান চলাচল বেড়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর গাবতলীতে দেখা গেছে, রাজধানীর বাইরে থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাস ঢুকছে। রাজধানীর মধ্যে চলাচল করা তিতাস, প্রজাপতিসহ বিভিন্ন কোম্পানির পরিবহন রাস্তায় চলাচল করছে।
বিজ্ঞাপন
গাবতলী বাস কাউন্টারের সাইফুল নামের এক কর্মী জানান, সন্ধ্যার পর থেকেই রাস্তায় গাড়ি বেশি চলছে। এরমধ্যে ট্রাক তো আছেই। পাশাপাশি রাজধানীর ভেতরের বাস এবং বিভিন্ন জেলার পরিবহন দেখা গেছে। তবে আমরা কাউন্টারের লোকেরা এখনও পরিবহন চালানোর কোনো নির্দেশনা পাইনি।
আজ (মঙ্গলবার) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে জানান, বুধবার (৭ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে যান চলাচল করবে।
বিজ্ঞাপন
এর আগে গত ৪ এপ্রিল এক অনুষ্ঠানে সারাদেশে এক সপ্তাহ (৫-১২ এপ্রিল) গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে এক সপ্তাহের কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা জারি করে। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর/এইচকে