একুশে বইমেলায় প্রকাশিত ‘হার না মানা ১০০ তরুণের গল্প’ বইয়ে স্থান পেয়েছেন বইয়ের ফেরিওয়ালা খ্যাত শেখ মুহাম্মদ আতিফ আসাদ।

সমাজের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই তার উদ্দেশ্য। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই দিয়ে আসার এ মহান দায়িত্ব নিয়েছেন তিনি। আসাদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামে। বর্তমানে তিনি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছেন।

বই বিলানো তার নেশা। চান জ্ঞানের আলোয় আলোকিত একটি জগৎ। স্বপ্ন আধুনিক তথ্য-প্রযুক্তিনির্ভর পাঠাগার করার। চিন্তা করলেন একটা পাঠাগার করবেন। তার তেমন সামর্থ্য ছিল না যে টাকা দিয়ে অন্য কোথাও পাঠাগার করবেন। শুরু করেন নিজের বাড়িতেই। ভাই মারা যাওয়ার পর ভাইয়ের নামেই দেন মিলন স্মৃতি পাঠাগার। প্রথমে বারান্দায় পাটশোলা দিয়ে একটা ছোট রুম করেন। ২০টা বই দিয়ে সেখান থেকেই শুরু করেন তার এই পাঠাগার। তারপর তাকে আর পেছনে তাকাতে হয়নি, বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি একজন সফল পাঠাগার উদ্যোক্তা হয়ে উঠলেন। পাশাপাশি বই বিলানোও অব্যাহত রেখেছেন।

আসাদ প্রতি সপ্তাহে কলেজ থেকে ফিরে বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসেন। পরের সপ্তাহে আবার সেই বই ফিরিয়ে আনেন, দিয়ে আসেন নতুন বই। কেউ ১০-১৫ কিলোমিটার দূর থেকেও ফোন করলে সাইকেল দিয়ে বাড়িতে গিয়ে বই দিয়ে আসেন আসাদ।

এভাবেই আসাদ হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার গল্প। সবার কাছে খ্যাতি পেলেন একজন বইয়ের ফেরিওয়ালা হিসেবেই। ইতোমধ্যে নিজ উদ্যোগে গড়েছেন শহীদ স্মৃতি পাঠাগার ও বিখ্যাত ইস্টিশন পাঠাগার। শুরুতে মানুষের দ্বারে দ্বারে একা একা বই বিলালেও এখন তার অসংখ্য সঙ্গী-সাথী মিলেছে। রয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী। অথচ এক সময় তাকে খুব কষ্ট করতে হয়েছে। পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় টাকার অভাবে ঠিকভাবে স্কুলে যেতেও পারতেন না। এমন অবস্থা ছিল যে, শুধু পড়ালেখা করে জীবন চালানো তার জন্য ছিল না। পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজ তাকে করতেই হতো। তার এই হার না মানা গল্প স্থান পেয়েছে বইটিতে।

বইটি স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আতিফ আসাদ ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি ২০২১ বইমেলায় লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় ‘হার না মানা ১০০ তরুণ’ বইটি বের হয়। এতে আমি থাকতে পেরে অত্যন্ত খুশি। আমার এ কাজের জন্য ১০০ তরুণের গল্পের মধ্যে পাঠাগারের গল্প স্থান পেয়েছে এটা নিঃসন্দেহে আমার জন্য গর্বের বিষয়।

উদ্যমী তরুণদের জীবনের গল্প নিয়ে লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় ‘হার না মানা ১০০ তরুণের গল্প’ বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। গত শুক্রবার (২ এপ্রিল) বইটির মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বইটি রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে।

শিক্ষা, স্বাস্থ্য ও করপোরেট উদ্যোক্তা, সাংবাদিকতাসহ বিভিন্ন পেশায় নিজের অবস্থান শক্ত করেছেন, কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের বলার মতো একটা গল্প তৈরি করেছেন, যে গল্প মানুষকে অনুপ্রাণিত করবে, সাহস দেবে, নতুনদের চলার পথের উপজীব্য হয়ে উঠবে- এমন ১০০ জন তরুণের গল্প বইটিতে স্থান পেয়েছে।

এইচআর/এসএম