কেনাকাটায় দক্ষিণ সিটির কমিটি গঠন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত একটি দপ্তর আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
সচিব আকরামুজ্জামান জানান, ডিএসসিসির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি পাঁচ কর্ম দিবসের মধ্যে ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা বরাবর কী কী লাগবে তা প্রতিবেদন আকারে প্রদান করবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামকে। বাকি দুই সদস্য হলেন– ডিএসসিসির সিস্টেম অ্যানালিস্ট আবু তৈয়ব রোকন এবং তথ্য ও প্রযুক্তি সেলের সহকারী প্রোগ্রামার রোমান আল রাব্বি।
বিজ্ঞাপন
এএসএস/এসএসএইচ/