অন্ধকারাচ্ছন্ন বিদ্যুৎবিহীন শহর -প্রতীকি ছবি

গত দুই দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার অনেক এলাকা। শুক্রবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। আর ঠিক কী কারণে একসঙ্গে এত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলো— সেই কারণ ফেসবুকে খুঁজে বেড়াচ্ছেন রাজধানীবাসী।

ফারাহ ইউসুফ দিবা নামের এক নারী রাত ১টায় ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন, ‘রাত ১:০০ বাজে প্রবল বৃষ্টি হচ্ছে এর মধ্যে এত রাতে কারেন্টটা চলে গেলো? শুনলাম পুরা মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর কোথাও কারেন্ট নেই। ঢাকা শহরের বাকি এরিয়াগুলোতে (এলাকা) কি কারেন্ট আছে?

জসিম উদ্দিন নামের মিরপুরের এক বাসিন্দা জানিয়েছেন, মিরপুরের উত্তর পীরেরবাগে তার বাড়িতে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই।

এছাড়া আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, খামারবাড়ি এলাকাতেও বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে ঢাকাভিত্তিক ফেসবুক গ্রুপ ডেসপারেটলি সিকিং- ঢাকাতে (ডিএসডি) বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, বাড্ডা, খিলক্ষেত, মুগদা, মগবাজার, রামপুরা, কলাবাগান, মালিবাগ ও বনশ্রী এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল রয়েছে।

এছাড়া ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়নি বলে জানিয়েছেন এক ব্যক্তি।

এদিকে গত বুধবার থেকে সারাদেশে বৃষ্টি ঝরা শুরু হয়। যা গতকাল বৃহস্পতিবার রাত পেরিয়ে আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত অব্যাহত রয়েছে। আর এমন টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এরমধ্যে মধ্যরাতে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বিদ্যুৎ বিভ্রাট।

এর আগে গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। মঙ্গলবার বেলা ২টার দিকে এই বিপর্যয় ঘটে। তবে শুক্রবার রাজধানীতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।

এমটিআই