চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে চলছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মহানগরীর ১০টি ও উপজেলার ১৫টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ঢাকা পোস্টকে বলেন, আজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতালসহ নগরীর ১০টি কেন্দ্র, বিআইটিআইডি ও উপজেলার ১৪টি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে।

তিনি আরো বলেন, দ্বিতীয় ডোজের জন্য ৫০ হাজার ১৩০ ডোজ টিকা মজুদ আছে। শুক্রবার (৯ এপ্রিল) আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসবে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর সকালে চমেক হাসপাতালে টিকা নিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের আজ টিকা নেওয়ার কথা রয়েছ। এছাড়া সাধারণ মানুষদের লাইন ধরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে দেখা গেছে। 

নাজির আহমদ নামে ৭০ বছর বয়সী বৃদ্ধ ঢাকা পোস্টকে বলেন, দ্বিতীয় ডোজের টিকা নিয়েছি। এখনো ভালো আছি। কোনো সমস্যা হয়নি।

সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে, এরই মধ্যে দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। যারা এসএমএস পেয়েছেন তারাই টিকা নিতে পারবেন। চট্টগ্রামে ৭ এপ্রিল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

কেএম/ওএফ