রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় বেলায়েত হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটিকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে দশটায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেল চালককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় উৎসুক জনতা পিকআপ ভ্যানটি আটক করে পুলিশে দিতে পারলেও চালক পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, উপস্থিত জনতা জানায় মোটরসাইকেল করে যাওয়ার সময় দ্রুতগতির পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তার পরিবার ঢাকা মেডিকেলে এসেছে। তারা ডেমরা থানার সানারপাড় এলাকায় থাকতো। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার সাহাপুর গ্রামে।

এসএএ/এসএম