পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ পুলিশের
আগামীকালের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ের অবরোধ ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদসহ অন্য পুলিশ কর্মকর্তারা নীলক্ষেত মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় আন্দোলনকারীদের দ্রুত এই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করেন তারা।
বিজ্ঞাপন
তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থেকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অপরদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছে নীলক্ষেত এলাকার যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী মানুষ। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা। ফলে মুহূর্তেই মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
এরপর থেকে এখন পর্যন্ত দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যান চলাচল। তবে ডাইভারশন বা বিকল্প সড়ক চালুর মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, অবরোধের ফলে মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর, বকশীবাজার, চাঁনখারপুল ও আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডিগামী বাস, রিকশা, হোন্ডাসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন ও গাড়ি চালকরা।
মূলত, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল' কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন তারা।
আরএইচটি/এসকেডি