উত্তরায় ট্রেনের ধাক্কায় অটোচালকের মৃত্যু
রাজধানীর উত্তরার আজমপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ২টায় দুর্ঘটনায় তিনি আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা পৌনে ৭টায় কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তি আগেই মারা গেছেন।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই মো. হাবিব ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই অটোরিকশা চালায়। দুপুরে সে আজমপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, উত্তরার আজমপুরে রেলক্রসিং পার হওয়ার সময় আজিজ আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বর্তমানে সে দক্ষিণখান থানার আশকোনা পূর্বপাড়ায় ভাড়া থাকত। নিহত আব্দুল আজিজের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কসাইবাড়িতে। সে ওই এলাকায় মো. রিয়াজত আলীর ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে আব্দুল আজিজ ছিল মেজ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, উত্তরার আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/জেডএস