দিদারুল আলম মাসুম

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দিদারুল আলম মাসুমকে (৩৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ এপ্রিল) কোতােয়ালী জােনের সহকারী পুলিশ কমিশনার নােবেল চাকমা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ নং মহিম দাশ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাসুমের কাছ থেকে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়েছে। 

দিদারুল আলম মাসুমের বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার নােবেল চাকমা। তিনি আরেও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অস্ত্র দেখিয়ে সন্ধ্যা থেকে ভাের পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে ছিনতাই করত। নগরীর স্টেশন রােড, নিউমার্কেট মোড়, আমতলা, জামাল খান, আন্দরকিল্লা, ব্রীকফিল্ড, ফিশারিঘাটসহ বিভিন্ন এলাকায় পথচারী ও যাত্রীদের কাছ সুযােগ বুঝে মোবাইল, টাকাসহ সবকিছু ছিনিয়ে নিত।

কােতােয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মাসুম কোতোয়ালী এলাকায় ইয়াবা কারবারির সঙ্গেও জড়িত ছিলে। মাসুম একাধারে ছিনতাইকারী, ইয়াবা কারবারি ও অবৈধ অস্ত্রধারী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চােখ ফাঁকি দিয়ে অপরাধমূলক কাজ করছিল। অবশেষ পুলিশ শুক্রবার দিবাগত রাতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

কেএম/ওএফ